গাংনীতে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায় মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
শীত নিবারণে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন স্থানীয়রা
শীত নিবারণে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন স্থানীয়রা |নয়া দিগন্ত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের গাংনীতে শীত ধীরে ধীরে জেঁকে বসেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায় মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

সকাল ৯টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। শিশিরে ভিজে যাচ্ছে ফসলের মাঠ ও ঘাস।

কয়েক দিন ধরেই সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। এ সময় গ্রাম-গঞ্জের বিভিন্ন মোড় ও চায়ের দোকানে শীত নিবারণে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষসহ ছোট-বড় সবাইকে।

তবে, আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জামিনুর রহমান।

তিনি বলেন, ‘আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। এখন কয়েক দিন তাপমাত্রা আরো কমবে। শৈত্যপ্রবাহেরও আশঙ্কা আছে।’

Topics