মানিকগঞ্জের হরিরামপুরে ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপন করা হয়েছে। ‘সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের সাবেক ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে কয়েক হাজার সাবেক আর বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা যোগ দেন।
স্বাধীনতার আগে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন বোর্ডে সেরাদের একজন মো: শামসুর রহমান। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন ৩০ বছরের বেশি সময়। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হয়েছে। অনেক ভালো লেগেছে।’
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও ডেভোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডেবোনেয়ার গ্রুপের চেয়ারম্যান নাইয়ারা নুর নিপা, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, আকিবুল খান, নীতিনির্ধারণী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. নুরুল হক চৌধুরী মনি, ড. দেওয়ান আব্দুল কাদির, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার ও সিনিয়র সদস্য সচিব ফারুক ওয়াদুদ খানসহ অন্যরা।
আফরোজা খানম রিতা বলেন, ‘আমার বাবা এই স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। আমার আজকের এ অবস্থানে আসার একমাত্র কারিগর আমার বাবা। আমাদের শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে।’
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও ডেভোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে। আমাদের এলাকায় তেমন ভালো স্কুল ছিল না, এই স্কুল না থাকলে আমরা প্রতিষ্ঠিত হতে পারতাম না। আমাদের সফলতার পেছনে রয়েছে স্কুল ও স্কুলের শিক্ষকবৃন্দ। আমাদের এই স্কুলের সুনাম এখন সারা মানিকগঞ্জ জেলায়।’



