নোয়াখালীর মাইজদীতে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে অভি দেব নাথ (২৩) ও হৃদয় চন্দ্র শীল (২২) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে এবং হৃদয় একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে অভি ও হৃদয় লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ১টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে মুরগিবাহী একটি পিকআপভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অভি, হৃদয় ও পিকআপভ্যানের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। চালক ও হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল ৭টায় হৃদয়ের মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল ও পিকআপভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



