চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে রামুতে মানববন্ধন

‘মহাসড়কের পরিধি ছোট হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, লেগে থাকে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।’

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যাগে রামু বাইপাস চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন সমাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। মহাসড়কের পরিধি ছোট হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, লেগে থাকে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।’

রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোকতার আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু উপজেলা বিএনপির উপদেষ্টা সুলতান আহমদ চৌধুরী ভুলু, ফঁতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফায়সাল কাদের মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, জেলা যুবদল নেতা শাহনুর উদ্দিন বাবু, রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান লুতু, রামু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল শিকদার প্রমুখ।

রামু উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু তালেব ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক, রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতারা।