মাসুদ সাঈদী

সৎ ও যোগ্য লোকের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

‘আমাদের শুধুমাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আগামীতে সৎ, যোগ্য লোকের মাধ্যমে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সম্ভব।’

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
পিরোজপুরের নাজিরপুরে মাসুদ সাঈদী
পিরোজপুরের নাজিরপুরে মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১, (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) আসনের সাংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘আমাদের শুধুমাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আগামীতে সৎ, যোগ্য লোকের মাধ্যমে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সম্ভব।’

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের পশ্চিম গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী শাঁখারীকাঠী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে শাসক পরিবর্তনই যথেষ্ট নয়; বাংলাদেশের উন্নয়নে এখন প্রয়োজন নীতির পরিবর্তন, গঠনমূলক সংস্কার এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি জবাবদিহিমূলক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা। গণঅভ্যুত্থানের এই আহ্বান কোনো দলের নয়, এটি পুরো জাতির; যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ একত্রিত হয়েছে ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসনের পক্ষে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের পক্ষে।’

তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মাসুদ সাঈদী বলেন, ‘আল্লাহর দয়ায় আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে ইনশাআল্লাহ আমরা পিরোজপুরে সরকারি ব্যবস্থাপনায় শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ভেঙ্গে পড়া সড়ক ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নদী ভাঙ্গন এলাকাগুলোকে চিহ্নিত করে টেকসই বাঁধের ব্যবস্থা করা হবে। শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয় বরং আমাদের লক্ষ্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা।’

জামায়াতের শাঁখারিকাঠি ইউনিয়ন সভাপতি মো: আনিচুর রহমান মল্লিকের সভাপতিত্বে ও সে‌ক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, উপ‌জেলা জামায়া‌তের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সে‌ক্রেটারি সাবেক সেনাকর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মো: জাহিদুল হক সহ জামায়াতের জেলা উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।