জামালপুরে মানবজমিনের সাংবাদিক ও প্রেসক্লাব জামালপুর এর যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলনের (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকায় নিজ বাসায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গোসলের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড -এর জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘মিলন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তার লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের সাথে ফোনে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। গুণী এ সাংবাদিকের মৃত্যুতে প্রেসক্লাব জামালপুর তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।’
আজ বাদ আছর জামালপুর পিটিআই মাঠে তার জানাজা শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সহ-সভাপতি শামীম আহমেদ, জামালপুর-২ আসনে বিএনপির নমিনি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, ডেইলী ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরউ ল্লাহ,জামালপুর অনলাইন জার্নালিষ্ট নের্টওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, যমুনা টিভির সাগর ফরাজি, জামালপুর দিনকালের সম্পাদক সাইদ পারভেজ তুহিন, নয়া দিগন্তের জামালপুর জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল, দেশ রূপান্তরের ময়না আকন্দ, সময়ের আলোর মোস্তাফিজুর রহমান কাজল, কালের কণ্ঠের রকিব হাসান নয়ন, বণিকবার্তার আরিফ আকন্দ, ডেইলি সানের ইমরান মাহমুদ, এনটিভির ডিজিটাল প্রতিনিধি সাকিব আল নাহিদ।



