খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফের গোলাগুলি, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

‘মাটিরাঙ্গার সীমান্তবর্তী তংপাড়া এলাকায় বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে টিকতে না পেরে একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফের গুলাগুলি, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফের গুলাগুলি, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার |নয়া দিগন্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় তল্লাশী চালিয়ে দুইটি দেশীয় রাইফেল, একটি পিস্তল, একটি শটগানসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী তংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার করা গোলাবারুদের মধ্যে কার্তুজ দুই রাউন্ড, এসএমজি এক রাউন্ড, এফসিসি ১৩ রাউন্ড, গান পাউডার ৫০০ গ্রাম রয়েছে। এছাড়াও ওয়াকিটকি সেট (চার্জার সহ) দুইটি, মোবাইল ফোন দুইটি, কম্ব্যাট ইউনিফর্ম আট জোড়া, কম্ব্যাট ক্যাপ একটি, জঙ্গল বুট দুই জোড়া, বান্ডুলিয়ার একটি, সিভিল পোষাক চারটি, ইউপিডিএফের পতাকা দুইটি, চাঁদা আদায় রশিদ বই ২৯টি, এলআরপি টেন্ট একটি সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, যামিনীপাড়া জোনের দ্বায়িত্বপূর্ণ এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহতকরণের লক্ষে ২৩ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। ইউপিডিএফ (মূলদল) বিজিবি’র টহলের উপস্থিতি বুঝতে পেরে আকস্মিক গুলিবর্ষণ শুরু করলে বিজিবি দল পাল্টা গুলি বিনিময় করে। আনুমানিক ২০ মিনিট থেমে থেমে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীদল গুপ্তাশ্রয় ত্যাগ করতে বাধ্য হয়। এসময় অস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

২৩ বিজিবি যামিনীপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন বলেন, ‘মাটিরাঙ্গার সীমান্তবর্তী তংপাড়া এলাকায় বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে টিকতে না পেরে একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ’