জামালপুরের মেলান্দহে রশমিতা (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রশমিতা ওই এলাকার রইচ উদ্দিনের ছেলে রবিন মিয়ার স্ত্রী ও মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
আটক ব্যক্তিরা হলেন- শ্বশুর রইচ উদ্দিন (৪৫) ও শাশুড়ি ফিরোজা বেগম (৪০)। এদিকে
স্বামী রবিন মিয়া পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী রবিন মিয়া জামালপুর শহর থেকে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। এ সময় তিনি রশমিতাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে জানালা ভেঙে ভেতরে ঢুকে লাশ নামিয়ে আনেন। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।