মধুপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
টাঙ্গাইল ম্যাপ
টাঙ্গাইল ম্যাপ |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে মাদরাসায় পড়া শিশু নাতিকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় রাবেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া বেগম পাশের কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার মরহুম আবুল হোসেনের স্ত্রী। তিনি ওই শিশুর সম্পর্কে দাদি হন।

রাবেয়ার ভাতিজা মানিক মিয়া জানান, বনাঞ্চলের বড় বাইদ এতিমখানা মাদরাসায় আবাসিকের ছাত্র তার ছেলের ঘরের সন্তান। ওই শিশু নাতিকে দেখতে আসছিলেন রাবেয়া বেগম। মধুপুরে নেমে অটোরিকশায় মাদরাসার দিকে যাচ্ছিলেন। বড়বাইদ এতিমখানা মাদরাসার কাছে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি জ্যাক পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও দুর্ঘটনায় কবলিত পিক-আপ ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।