পাঁচবিবিতে জানালার গ্রিল কেটে চুরি

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা মধ্যপাড়া গ্রামের রহেদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

Location :

Joypurhat
পাঁচবিবি উপজেলার উচনা মধ্যপাড়া গ্রামের রহেদুল ইসলামের বাড়ির জানালার গ্রিল কেটে ফেলে চোরেরা
পাঁচবিবি উপজেলার উচনা মধ্যপাড়া গ্রামের রহেদুল ইসলামের বাড়ির জানালার গ্রিল কেটে ফেলে চোরেরা

জয়পুরহাটের পাঁচবিবিতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা মধ্যপাড়া গ্রামের রহেদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ওই বাড়ি থেকে চার ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা। চোরেরা রাতের কোনো এক সময় ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা স্বর্ণের চেন, কানের দুলসহ চার ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা চুরি করে নিয়ে যায়। সকালে ওই বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পাওয়ায় পাশের বাড়ির লোকজন তাদেরকে ডেকে জাগিয়ে তোলেন। পরে দেখেন তাদের সমস্ত ঘরের আসবাবপত্র এলোমেলো ও জানালার গ্রিল কাটা।

চোরেরা চেতনানাশক জাতীয় কিছু স্প্রে করে বাড়ির লোকজনকে অচেতন করে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লাইজুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।