সীতাকুণ্ডে নিহত জেলে পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান

দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং জাতির কল্যাণে কাজ করে যাবে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Sitakunda
সীতাকুণ্ডে নিহত জেলে পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান
সীতাকুণ্ডে নিহত জেলে পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে ও আহত একজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী।

আজ বুধবার সকালে উপজেলার ফৌজদারহাট জেলে পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ড. নজরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, ডাবলমুরিং থানা জামায়াতের আমির ফারুক আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মো: তাহের, সলিমপুর ইউনিয়ন জামায়াত আমির অধ্যক্ষ মফরহাদ হোসাইন এবং সোনাইছড়ি ইউনিয়ন আমির কাজী জাহেদ ইমাম।

সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং জাতির কল্যাণে কাজ করে যাবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ফৌজদারহাটের ছয় জেলে মাছ বিক্রি করতে যাওয়ার পথে নগরীর সিটি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়েন। এতে ঘটনাস্থলেই পাঁচ জেলে নিহত হন এবং একজন আহত হন।