নেত্রকোনায় ফসলি জমি থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

গতকাল রোববার সন্ধ্যার সময় তার দাদার দোকানে বসে ছিল শাওন। এ সময় অজ্ঞাত নামের দুই ব্যক্তি তাকে ইশারা দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজনদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
নেত্রকোনায় ফসলি জমি থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
নেত্রকোনায় ফসলি জমি থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার |প্রতীকী ছবি

নেত্রকোনার মদন উপজেলায় শাওন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নে একটি ফসলি জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত শাওন উপজেলার গোবিন্দ্রশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দুলাল ভুইয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার সময় তার দাদার দোকানে বসে ছিল শাওন। এ সময় অজ্ঞাত নামের দুই ব্যক্তি তাকে ইশারা দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজনদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়।

সোমবার সকালে শাওনদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে একটি লাশ পড়ে থাকে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কেন এবং কী কারণে এই হত্যাকাণ্ড, তা কেউ জানাতে পারেননি।

মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাস জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।