ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুতে মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে সড়কে ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেনে রডবোঝাই ট্রাকটি চাকা বিকল হয়ে উল্টে যায়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ট্রাকের চাকা খুলে সেটি উল্টে গেলে ঢাকাগামী লেনে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। কুমিল্লাগামী যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট সৃষ্টি হতে থাকে যা সকাল ৮টার মধ্যে মহাসড়কের আট কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে।
ঢাকাগামী মাইক্রোবাসের চালক কবির হোসেন বলেন, ‘ভবেরচর বাসস্ট্যান্ড পার হওয়ার পর যানজট পেয়েছি। কতক্ষণে ঢাকা পৌঁছাতে পারব বলতে পারছি না।’
ঢাকাগামী পিকআপভ্যানের চালক মফিজুল ইসলাম বলেন, ‘শুনেছি মেঘনা সেতুর উপর একটি ট্রাক উল্টে গেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি।’
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শওকত হোসেন জানান, একটি রডবোঝাই ট্রাক সড়কে উল্টে গেছে এবং ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। ফলে কিছু সময় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।