মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলায় সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে আজীম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরো দু’জনকে জীবিত উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার হরিপুর পাথালিয়া এলাকার মাদারদহ নদীতে এ ঘটনা ঘটে।
মৃত আজীম ওই এলাকার সাদা মন্ডলের ছেলে। সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এদিকে কাওসার মিয়া ও সিদ্দিক নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
সহপাঠী কাউসার বলেন, ‘তিনজনে একসাথে গোসল করতাছি তখনি আজিম অইদিক যাইতাছেগা। তারপরে একজন বসে ছিলো তারে কইলাম দেখেন অইদিক যাইতাছেগা ধরেন। তারপরে আর খুইজে পাওয়া গেলো না।’
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, ‘তিনজনে গোসল করছে। আমি পাড়ে বসে ছিলাম। হঠাৎ তাদের মধ্যে একজন ডাকাডাকি করছে, তাকে ধরেন। আমি তাড়াতাড়ি নেমে একজনকে তুলে নিয়ে আসি। অন্যদিকে আজীম হারিয়ে যায়। তারপর আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর আড়াই ঘন্টা পরে উদ্ধার করা হয়।’
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফারহানা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।’