মুন্সীগঞ্জে ৬ বসতঘর আগুনে পুড়ে ছাই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে ৬ বসতঘর আগুনে পুড়ে ছাই
মুন্সীগঞ্জে ৬ বসতঘর আগুনে পুড়ে ছাই |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার কাইচমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের পাশাপাশি খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ঘটনার সময় এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।