নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী বক্তব্য ও মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর থানায় একটি মামলায় ২১ জনের নাম উল্লেখসহ আরো ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী মামলা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হাদি বলেন, ‘আসামিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং ফেসবুকে ভিডিও প্রচার করেছে।
এ ঘটনায় গত রোববার (১৭ আগস্ট) রাতে এসআই মো: হাবিবুর রহমান বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১২/১৩ ধারায় (১২নং) মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে বওলা ইউনিয়নের কুকাইল গ্রামে ছাত্রলীগের কয়েকজন সদস্য সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে। তারা ‘অবৈধ সরকার পতনের’ হুমকি দিয়ে এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি করে এবং পরে এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ, স্থানীয় সাইমন, রাহাত, জনি, রাজা মিয়া, শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান রামিম, রাফি, হৃদয়সহ আরো অনেকে।
এছাড়া স্থানীয় জসিম উদ্দিন, আব্দুল লতিফ, রুবেল, শান্ত, সোহান, মুন্না, আল-আমিন, খোকা মিয়া, আরব আলী, মোতালেব ও রিয়াজ উদ্দিনকেও মামলায় আসামি করা হয়েছে।
ওসি মো: আব্দুল হাদি জানান, আদালতে পাঠানো হয়েছে। মামলায় আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।