পটুয়াখালীতে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, সমুদ্রে ৩ নম্বর সঙ্কেত

বৃষ্টির সাথে বজ্রবৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগ জনজীবনে
থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগ জনজীবনে |নয়া দিগন্ত

পটুয়াখালীতে মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল রয়েছে। এতে সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে জানিয়েছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

জানা গেছে, গত কয়েক দিনের মৌসুমি বায়ুর প্রভাবে দমমিনা উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত দুই দিনের বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এতে নিম্ন আয়ের শ্রমজীবীরা বেশি ভোগান্তিতে পড়েছে।

এদিকে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমি সবজি চাষীরা। বৃষ্টির সাথে বজ্রবৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কলাপাড়া রাডার ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ জব্বার শরীফ বলেন, পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখে যেতে বলা হয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে এসে আশ্রয় নিতে বলা হয়েছে।