আদর্শভিত্তিক সমাজব্যবস্থা ছাড়া শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: মো: ফখরুদ্দিন মানিক।
তিনি বলেছেন, ‘আদর্শভিত্তিক সমাজব্যবস্থা হতে পারে শুধুমাত্র রাসুল সা:-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। কারণ তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সংস্কারক।’
শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে দাগনভুঞা গ্যান্ড সুইটস কমিউনিটি সেন্টারে পৌর শহরের পেশাজীবী পরিষদের উদ্যোগে সমাজ সংস্কারে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা: ফখরুদ্দিন মানিক বলেন, ‘রাসুলের সেই আদর্শকে ভুলে গিয়ে মানুষ মানব রচিত মিথ্যা মরীচিকা দিয়ে দুনিয়ায় শান্তি কল্যাণ কামনা করতে চায়, যা কখনো সম্ভব নয়। তাই আমাদেরকে রাসুলের শেখানো পথে এগিয়ে আসতে হবে।’
এ সময় পেশাজীবী ফোরামের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান, পৌরসভার কর্মপরিষদ সদস্য আমজাদ হোসেন, অধ্যাপক মোহাম্মদ বেলাল, মাস্টার রুহুল আমিন, ইয়াকুব, শামসুল আরেফিনসহ পেশাজীবী পরিষদের বিভিন্ন পর্যায়েরে নেতাকর্মীরা।