সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার প্রতিস্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৩০) নামে পল্লী বিদ্যুতের এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম চড়িয়া উজির শাওপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসে দিনমুজুরের (গাছ কাটা কর্মী) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পল্লী বিদ্যুতের লাইনম্যান আতিকের সাথে সহযোগী হিসেবে রেজাউল করিম একটি ট্রান্সফরমার পুনঃস্থাপনের কাজে খুঁটিতে ওঠেন। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে- এমন ধারণায় কাজ শুরু করেন। তবে অসাবধানতাবশত অপর একটি লাইনে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় রেজাউল করিম ওই লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বন্ধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় খুঁটি থেকে রেজাউল করিমের নিথর দেহ নামানো হয়।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে সলঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ভারপ্রাপ্ত এজিএম জুনিয়র ইঞ্জিয়ার জিলাল হোসেনকে ফোন দিলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা বলব- এই বলে ফোন কেটে দেন।
সলঙ্গা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা লাশ দাফনের অনুমতি দিয়েছি। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।



