ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পর মুন্সীঞ্জের সিরাজদিখানে শাহ আলম (৬৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামের রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের মরহুম হাফিজ উদ্দিনের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বুধবার (২ এপ্রিল) নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, ‘সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতকারীরা। পরে লাশ গুমের উদ্দেশে রাস্তার পাশে ফেলে রেখে যায়।’