ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অপূর্ব কর্মকার নামে এক মোটরসাইকেলের চালক মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
অপূর্ব কর্মকার ঝিনাইদহ শহরের গার্লস স্কুল পাড়ার অরবিন্দ কর্মকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গাড়াগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি যাবার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁনপুর এলাকায় পৌঁছালে সড়কের মাঝে গর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহের অপূর্ব কর্মকার নামের এক মোটরসাইকেলচালক মারা গেছে বলে শুনেছি।



