শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

শুক্রবার সকালে মনোহরদী-শিবপুর সড়কের শিবপুর উপজেলা সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

Location :

Shibpur
ঘাটক বাস ও দুর্ঘটনাকবলিত বিভাটেক
ঘাটক বাস ও দুর্ঘটনাকবলিত বিভাটেক |নয়া দিগন্ত

নরসিংদীর মনোহরদী-শিবপুর সড়কে অনন্য সুপারবাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে আছিয়া আক্তার নামে এক নারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তারই স্বামী।

আজ শুক্রবার সকালে মনোহরদী-শিবপুর সড়কের শিবপুর উপজেলা সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আছিয়া আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। আহত তারই স্বামী পেশায় অটোচালক। তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার মৃত আসকর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৯ টার দিকে অন্যন্যা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে বিভাটেকে যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। যান দু’টি শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিভাটেকে থাকা আছিয়া নামে এক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সাথে থাকা তার স্বামী আক্তার হোসেনও এসময় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আছিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার এসআই মো: ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে যান। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।