পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতা নয়ন আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার সদর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নয়ন রাজশাহী জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে সংগঠিত করে আসছিলেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নয়ন আহমেদকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হবে।



