মাদারীপুরের শিবচর উপজেলার সূর্য নগর ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লাকে (২৭) ঢাকায় গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে তাকে আটক করা হয়।
সাদ্দাম মোল্লা শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিম বেপারীর কান্দি এলাকার বাসিন্দা। তিনি দলিলউদ্দিন মোল্লার ছেলে এবং সূর্য নগর ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজে ছাত্রলীগের সভাপতি।
সূত্রে জানা যায়, জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের সময় ছাত্রজনতার উপর হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির একটি মামলাও রয়েছে। গত বছর মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম শিবচর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত করেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এস এ এম ফরহাদ রাহী মীর। তিনি তদন্ত শেষে গত বছরের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বাংলামোটর এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শিবচরের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম মোল্লাও রয়েছেন।