বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে বেতাগী উপজেলা প্রশাসনের বর্ষবরণ

বরগুনার বেতাগীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করিয়েছে উপজেলা প্রশাসন।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Betagi
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের বেতাগী উপজেলা প্রশাসনের বর্ষবরণ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের বেতাগী উপজেলা প্রশাসনের বর্ষবরণ |নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করায় বিভিন্ন মহলের বিতর্কে জড়িয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের কর্মকান্ডে নানা মহলের প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছেন উপজেলা প্রশাসন আওয়ামী লীগ নেতাকর্মীদের পুর্নবাসনের চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেন।

সরেজমিনের দেখা গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও বেতাগী উপজেলা প্রশাসন বর্ষবরণ ১৪৩২ আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ, বর্ষবরণে বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বর্ষবরণের এসব সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এসব সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে পরিবেশন করায় উপস্থিত দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মিলন কর্মকার এবং তাদের অধীনস্থ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনে আয়োজনে বর্ষবরণ এ ধরণের শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করায় উপস্থিত অনেক দর্শক শ্রোতাদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এবিষয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার বলেন,‘বর্ষবরণ অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়া হয়েছে শিল্পী হিসেবে, কোন দল করি সেটা বড় প্রশ্ন নয়।’

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী বলেন,‘বর্ষবরণে শিল্পীরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কিনা বিষয়টি আমার জানা ছিল না।’