মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কোটালীপাড়ার একই গ্রামের ৫ নারী নিহত

ওই পাঁচ নারী গতকাল ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
সড়ক দুর্ঘটনায় একই গ্রামের পাঁচ নারী নিহত
সড়ক দুর্ঘটনায় একই গ্রামের পাঁচ নারী নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামের পাঁচজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই গ্রামে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচর এলাকায় সার্বিক পরিবহনের একটি বাসের সাথে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহতদের মধ্যে পাইকের বাড়ি গ্রামের পাঁচজন হলেন— পলাশ বাড়ৈয়ের স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈয়ের স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈয়ের স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈয়ের স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) ও পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)।

পাইকের বাড়ি গ্রামের স্থানীয়রা জানান, ওই পাঁচ নারী গতকাল ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

একই গ্রামের বাসিন্দা আন্দ্রীয় বিশ্বাস বলেন, ‘আমাদের এলাকার অনেক মানুষই দারিদ্রতার কারণে দিনমজুরের কাজ করতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যান। সকালে কাজে গিয়ে সন্ধ্যায় সবাই লাশ হয়ে ফিরল। আমরা এ ঘটনায় নিহত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দাবি করছি।’

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা (খোকন) জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের লাশ রাতেই গ্রামে আনা হয়েছে। বর্তমানে শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে।