কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ

কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ৯ হাজার ৯০২ জন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Comilla Sadar
কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন
কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ছয়টি জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে। সেইসাথে জিপিএ-৫ এ মেয়েরাই এগিয়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাসের হার ৬৩ দশমিক ৬০। কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ৯ হাজার ৯০২ জন।