মানিকগঞ্জে স্কুলবাসে আগুনে দগ্ধ চালকের ৩ দিন পর মৃত্যু

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
দগ্ধ বাস
দগ্ধ বাস |সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ফলসাটিয়ায় স্কুলবাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ চালকের তিন দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান (৪৫) মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকড়া গ্রামের মো: আব্দুল হোসেনের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়ায় থেমে থাকা অবস্থায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর থাকা চালক পারভেজ খান দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনার কয়েকদিন আগে একই উপজেলার উথুলি এলাকায় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের একটি বাসও দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে গাড়িতে আগুন দেয়াসহ বিভিন্ন নাশকতা চালিয়ে যাচ্ছে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী। তারা ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকার সাধারণ মানুষ।