রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

জুয়েলের কাছে থাকা ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ধানক্ষেত থেকে জুয়েল (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়েলের কাছে থাকা ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুয়েল উপজেলার রাতোয়াল সোলগাড়িয়াপাড়া গ্রামের মো: কাশেমের ছেলে।

জুয়েলের ভগ্নিপতি সুজন জানান, ‘জুয়েল একজন ভ্যানচালক। ভ্যান চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে আখের ব্যবসা ও সবজির ব্যবসা করেন। বৃহস্পতিবার ভোরের দিকে সবজি কেনার জন্য তার ভ্যানগাড়ি ও ৫-৭ হাজার টাকা নিয়ে জয়পুরহাট জেলা আক্কেলপুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পাই জুয়েলের লাশ উপজেলার হরিপুর এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে পড়ে আছে। সেখানে গিয়ে লোকজনের মাধ্যমে জানতে পারি, জুয়েলের একটি হাতে রশি (দড়ি) বাঁধা ছিল এবং আর তার লাশ বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিল।

তিনি আরো বলেন, ‘জুয়েলের কারো সাথে কোনো শত্রুতা ছিল না। হাটে যাওয়ার সময় ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করেছে। এ ঘটনায় জুয়েলের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবক জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার একটি হাতে রশি বাঁধা ছিল। এছাড়া নিহতের ভ্যানগাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে। দ্রুত মৃত্যুর সঠিক কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’