পটুয়াখালীর ৪ ইউনিটে বিএনপির কমিটি স্থগিত, জেলা সভাপতি ও সম্পাদককে কেন্দ্রীয় চিঠি

‎হঠাৎ এই ৪টি গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি স্থগিত করার কারণ চিঠিতে ব্যাখ্যা করা না হলেও স্থানীয় রাজনীতিতে এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় কর্মীবাহিনীর ধারণা, সাংগঠনিক পুনর্গঠন বা শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবেই কেন্দ্র থেকে এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali

পটুয়াখালী জেলাধীন গুরুত্বপূর্ণ চারটি সাংগঠনিক ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিদ্যমান কমিটিগুলো স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দলের কেন্দ্রীয় দফতর থেকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

‎বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি জনাব স্নেহাশু সরকার কুটি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বরাবর পাঠানো হয়েছে।

‎চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‎পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি‌ ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি- এই চারটি ইউনিটের বর্তমান কমিটিগুলো নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

‎এই চিঠির অনুলিপি অবগতির জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুর কাছেও পাঠানো হয়েছে।

‎হঠাৎ এই ৪টি গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি স্থগিত করার কারণ চিঠিতে ব্যাখ্যা করা না হলেও স্থানীয় রাজনীতিতে এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় কর্মীবাহিনীর ধারণা, সাংগঠনিক পুনর্গঠন বা শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবেই কেন্দ্র থেকে এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।