সাভারে মধ্যরাতে দুই বাসে আগুন

তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা ‍দুটি তদন্তে কাজ করছে পুলিশ।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Dhaka
প্রতীকী ছবি

ঢাকা সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ও গেন্ডা ইউটার্ন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করা অবস্থায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে সাভার ফায়ার সার্ভিস নয়া দিগন্তকে আগুন লাগার ঘটনা নিশ্চিত করে।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার আরিচাগামী লেনে পার্ক করা অবস্থায় ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে একই রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা ইউটার্ন এলাকায় পার্ক করা গামের্ন্টস শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, সাভারে পৃথক দুই স্থানে দুটি বাসে আগুন দেয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের কাজ করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো: হেলাল উদ্দিন নয়া দিগন্তকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার ইতিহাস পরিবহনের বাসে আগুনের ঘটনা নিশ্চিত করলেও গেন্ডা এলাকার শ্রমিক পরিবহনের বাসে আগুনের ঘটনাটি তদন্ত চলছে বলে জানান।

তিনি আরো বলেন, ‘রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার ইতিহাস পরিবহনের বাসে আগুনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’