নেত্রকোনোর কেন্দুয়ায় ১৯৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ২৫০ থেকে ৩০০ জনকে। আসামিদের মধ্যে রয়েছেন তিনজন সাংবাদিকও।
সোমবার উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের তবিয়াগাতি গ্রামের মরহুম আ: সাহেদের ছেলে মো: সবুজ মিয়া কেন্দুয়া থানায় এই মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত ৪ আগস্ট কেন্দুয়ায় বিএনপির পূর্ব-ঘোষিত মিটিং ছিল। ওই মিটিংকে পণ্ড করতে আসামিরা বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পৌরসদরে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা অটোরিকশা, টেম্পু, ট্রাক, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটায়। ত্রাসের রাজ্যে পরিণত করে কেন্দুয়াকে। আর এ ঘটনা কেন্দ্র করে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম মো: জাহাঙ্গীর চৌধুরীসহ ১৯৬ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে সবুজ মিয়া মামলাটি করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রজু হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।