কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ‘২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম এ কর্মসূচির শুভ সূচনা করেন।
এতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ, পূর্বচর পাড়াতলা কারিগরি মহাবিদ্যালয়, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়, আচমিতা জর্জ ইনস্টিটিউশন, ফেকামারা ফাজিল মাদরাসা, ভোগপাড়া দাখিল মাদসারাসহ উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
সৌন্দর্য বর্ধন ও সংরক্ষণের সুবিধার্থে উপজেলা পরিষদের সম্মুখে দেয়ালে চিত্রাঙ্কন করা হয়।
ইউএন মো: মাঈদুল ইসলাম বলেন, ‘খুবই আনন্দঘন পরিবেশে চলছে আমাদের কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলছে এপ্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করবে তারা জেলা পর্যায়ে লড়বে। পরে তারা জেলাতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে লড়ে প্রধান উপদেষ্টার কাছে থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবে।’
বিকেলে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রথম হয়েছে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সহকারী শিক্ষিকা শাহরীন সুলতানা, সহকারী শিক্ষকা নন্দিতা রানী সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাছিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাস, কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজনসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।