ভোলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ এলাকায় এ উদ্ধারের ঘটনা ঘটে।
জানা যায়, রাতে অসাধু চক্র কচ্ছপটিকে পাচার করার চেষ্টা করেন। তখন কোনো বাহন থেকে বস্তা ভর্তি অবস্থায় রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের জিম্মায় রেখে সকালে বন বিভাগকে খবর দিলে তারা এসে কচ্ছপটি উদ্ধার করেন।
ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘কচ্ছপটি বিরল প্রজাতির। ওজন ৫০ কেজি। এটি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে জেলেরা এটি সাগর কিংবা নদী থেকে ধরে পাচার করার সময় পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে। বন বিভাগ কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। দুই একদিন পর্যবেক্ষনে রেখে এটি সুবিধাজনক জায়গায় অবমুক্ত করা হবে।’



