পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে বান্দরবানে জামায়াতের মানববন্ধন

Location :

Bandarban

বান্দরবান প্রতিনিধি

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিকে জুলাইয়ের জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আবদুচ ছালাম আজাদ, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি মো: শামসুদ্দিন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ‘যারা সংস্কারের বিরুদ্ধে, তারাই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা যারা পিআর চাই, আমরা যারা সংস্কার চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, তারা সবাই মাঠে আবারো ঐক্যবদ্ধভাবে দাবি পূরণে সরকারকে বাধ্য করবো। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে গড়িমসি হলে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনে বাধ্য করা হবে।‘