চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ১১১ জন

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১১টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থী নিজেদের নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram

চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৬টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রার্থী রয়েছেন ১১১ জন। ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে বাতিল এবং প্রত্যাহারের পর উল্লেখিত সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১১টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থী নিজেদের নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমিশন সূত্র জানায়, এসব সংসদীয় আসনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে রয়েছেন ১১১ জন। এর মধ্যে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৭ জন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৭ জন, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৪ জন, চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ও চট্টগ্রাম মহানগরীর আংশিক আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৯ জন, চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৬ জন, চট্টগ্রাম-৬ রাউজান আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৪ জন, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৮ জন, চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৬ জন, চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ১০ জন, চট্টগ্রাম-১০ ডবলমুরিং-পাহাড়তলী-খুলসী আসনে ১১ জন, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে ১০জন, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ৭ জন, চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনে ৬ জন, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে ৩ জন এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ৭ জন।