বান্দরবানের ২ উপজেলা থেকে সীমিত আকারে পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার

তবে পর্যটকদের নিরাপত্তায় সার্বিকভাবে নিরাপত্তবাহিনী কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Thanchi
থানচি উপজেলা, বান্দারবান
থানচি উপজেলা, বান্দারবান |নয়া দিগন্ত

পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সন্ত্রাসী তৎপরতায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে সীমিত আকারে বান্দরবানের রুমা ও থানচি থেকে পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় নিরাপত্তা বাহিনীর পরামর্শে রুমা ও থানচি উপজেলায় সীমিত আকারে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

রুমায় মুনলাইপাড়া হয়ে বগালেক পর্যন্ত অন্যদিকে থানচি উপজেলার তমাতুঙ্গি ও তিন্দু পর্যন্ত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন সেই সাথে বগা লেকে রাত্রি যাপন করতে পারবেন। সম্প্রতি রোয়াংছড়ি উপজেলার দেবতা খুম পর্যটন কেন্দ্রটিও খুলে দেয়া হয়েছে।

প্রশাসন সূত্র জানিয়েছে, বান্দরবানের দুর্গম এলাকায় সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকায় সেই সাথে নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ ইচ্ছা থাকা জারি করে প্রশাসন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রথমে খুলে দেয়া হয় রোয়াংছড়ির দেবতা খুম। পরে রুমা ও থামচি থেকেও পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সন্ত্রাসী তৎপরতা কমে আসায় এবং সেই সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া সুপারিশ করা হয়।

তবে পর্যটকদের নিরাপত্তায় সার্বিকভাবে নিরাপত্তবাহিনী কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল কেএনএফ এর সদস্যরা রুমা থানচি উপজেলার দু’টি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে নগদ টাকা ও অস্ত্র লুট করে নিয়ে যায়। এরপর থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।