শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রশিবিরের বিক্ষোভ

খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। পরিবর্তিত বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির |নয়া দিগন্ত

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা সদরের চেঙ্গি স্কয়ার থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুস সত্তার, সেক্রেটারি মো: আবু ইউসুফ, টংগী শাখার দায়িত্বশীল মো: নিজাম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা দলীয় প্রভাব খাটিয়ে শাকসু নির্বাচন বন্ধ করা হয়েছে অভিযোগ করেন। তারা বলেন, খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। পরিবর্তিত বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে বক্তারা অবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোনের হুঁশিয়ারি দেন তারা।