গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা: হাদীউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়ে ইয়াসমিন (৮) ও তায়্যিবা (৯) নামে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

বুধবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং তায়্যিবা শফিকুলের ভাই রাসেল মিয়ার মেয়ে। এ দুই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুইবোন মিলে বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও পায়নি। পরে পকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াদ শাহেদ রনি জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা: হাদীউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।