মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুকুরে ডুবে জায়ান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পয়লা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু জায়ান ওই গ্রামের মো: পাপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে জায়ান তার বাড়ির পাশের সহপাঠী হামিমের সাথে খেলছিল। একপর্যায়ে পাড়ার পুকুরে পড়ে যাওয়া বল আনতে গিয়ে সে পানিতে ডুবে যায়। হামিম বিষয়টি জায়ানের পরিবারকে জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তল্লাশি চালিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পয়লা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরশেদ আলী বলেন, ‘মৃত জায়ান আমার ওয়ার্ডের মো: পাপন মিয়ার ছেলে। খেলার ছলে পুকুরে বল আনতে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



