গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সাজেদুল ইসলাম সাজু
সাজেদুল ইসলাম সাজু

নাটোরের গুরুদাসপুরে ভুটভুটির চাপায় সাজেদুল ইসলাম সাজু (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার পাটপাড়া হাজীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু উপজেলার উত্তরনাড়িবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বনপাড়া থেকে গুরুদাসপুরে আসা একটি বেটারি বহনকারী ভুটভুটি ওভারটেক করতে গিয়ে এর চাকার নিচে পিষ্ট হন মোটরসাইকেলআরোহী সাজু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

স্থানীয় সাবেক কাউন্সিলর মুঞ্জুয়ারা বেগম ও তার স্বামী খোকন খান বলেন, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই তাই পারিবারিকভাবে তার লাশ দাফন করা হয়েছে।