সিলেটে পিকআপচাপায় শিশু নিহত

বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার-সারপার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজারে বেপরোয়া পিকআপের চাপায় জিয়াছমিন আক্তার (৩) নামে এক শিশুর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার-সারপার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াছমিন মুড়িয়া ইউপির সারোপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অসাবধানতা ও বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ আচমকা শিশুটিকে ধাক্কা দিলে সে গাড়ির নিচে পিষ্ট হয়। পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক পিকআপ ও তার চালককে আটক করে।

বিয়ানীবাজার থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী জানান, আমরা ঘটনা শুনেছি, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।