জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও পরিষ্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে ১০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগের তেমন কোনো প্রভাব না থাকলেও ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে খাল নালা জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করা হয়েছে।’
বুধবার (২ জুলাই) বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এবং বন্দর উপজেলা কৃষি অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ফলজ বৃক্ষ ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এক সময় নারায়ণগঞ্জের প্রাণ ছিল শীতলক্ষ্যা নদী। এ নদীকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে। প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাতি পেয়েছে। ব্যবসা প্রসারের জন্য যত উপাদান দরকার তার সবগুলো নারায়ণগঞ্জে রয়েছে। শীতলক্ষ্যায় কোন জীব বৈচিত্র নেই। শীতলক্ষ্যায় কোনো মাছ পাওয়া যায় না। তাই আমরা নারায়ণগঞ্জকে গ্রিন এবং ক্লিন কর্মসূচিতে সাজাব। আমরা এক লাখ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি। জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনরুদ্ধার ও পুনঃখনন ও পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।’
বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলীসহ বিভিন্ন দফতর প্রধানরা বক্তব্য রাখেন।