পৈতৃক ভিটায় শমিত শোম, শ্রীমঙ্গলে আনন্দের বন্যা

জাতীয় দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্সের পর মিডফিল্ডার শোমিত শোম শ্রীমঙ্গলে পৈতৃক বাড়িতে ফিরলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়; তাকে দেখতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
শ্রীমঙ্গলে পৈতৃক ভিটায় শমিত শোম
শ্রীমঙ্গলে পৈতৃক ভিটায় শমিত শোম |নয়া দিগন্ত

জাতীয় দলের ফুটবল দলের মিডফিল্ডার শোমিত শোম নিজ পৈতৃক বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুর গ্রামে আসায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের বন্যা। সেখানে তৈরি হয় এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তিনি বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ছুঠে যায় তার বাড়িতে।

গাড়ি থেকে নামার সাথে সাথে শোমিত শোম ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তার পরিবারের সদস আত্মীয়-স্বজন এবং এলাকার ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশী বংশোদ্ভূত এই কানাডিয়ান ফুটবলার জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রতিশ্রতি দিয়েছিলেন ভারতের বিপক্ষে জয়ের জন্য মাঠে সর্বোচ্চটা উজাড় করে দেবেন। প্রতিশ্রতি রাখতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। জয়ের জন্য মাঠে তার অদম্য চেষ্টা ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।

জানা যায়, শোমিত শোম কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে মিডফিল্ডার হিসেবে খেলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলে যোগ দেন, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হয়।