‘যদি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হই তাহলে নির্বাচিত এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবো বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি স্টেডিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কাজী রহমান মানিক বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে এবং পাংশাতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এছাড়া পাংশা ও কালুখালীতে কারিগরি কলেজ স্থাপন করা হবে। যাতে এ অঞ্চলের ছেলে-মেয়েরা কারিগরি শিক্ষা লাভ করে বেকারত্ব থেকে মুক্তি পায়।’
উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখার সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে ফরিদপুর জেলা ওলামা দলের সাবেক সহ-সভাপতি প্রভাষক মো: জাকারিয়া, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহম্মেদ সাগর, সরকারি কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সদর যুবদলের সভাপতি সেলিম শেখ প্রমুখ বক্তব্য রাখেন।



