ভারতে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশীকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লাউড়েরগড় বিজিবির সুবেদার মো: মোস্তফা কামাল মামলা করে তাহিরপুর থানায় সোপর্দ করেছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত |ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় আটক করা ৩ জন বাংলাদেশী নাগরিককে ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বাদাঘাট ইউনিয়নের সীমান্তের শাহিদাবাদ এলাকায় আটকদের হস্তান্তর করে বিএসএফ।

আটকরা হলেন- ঢাকা কেরানীগঞ্জ থানার আজমর আলীর ছেলে মো: যুবরাজ, কিশোরগঞ্জ জেলা আঙ্গিয়াদি গ্রামের মো: ইসলাম মিয়ার ছেলে মো: জাহিদুল ইসলাম জুনায়েদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিপন মিয়া।

জানা গেছে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী সাহিদাবাদ গ্রামে সীমান্ত পিলার নম্বর- ১২০৩/৮ এস নামক স্থানে লাউড়েরগড় বিজিবি এবং ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ৩ জন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করে।

এর আগে (১২ নভেম্বর) বিকেলে সীমান্ত পিলার নম্বর- ১২০৪/১ এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক স্থানে বিএসএফ তাদের আটক করে। একেইসাথে বৈধ কাগজপত্র দেখাতে বললে আটকরা অপারগতা প্রকাশ করেন।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লাউড়েরগড় বিজিবির সুবেদার মো: মোস্তফা কামাল মামলা করে তাহিরপুর থানায় সোপর্দ করেছে।