কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

সোমবার বিকেলে উপজেলার বাবুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Nilphamari
নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আইরিন বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাবুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইরিন বেগম সদর ইউনিয়নের মধ্যরাজিব গ্রামের মাহুবার ইসলামের স্ত্রী।

কিশোরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, নিহত আইরিন বাবার বাড়ি মাগুড়া থেকে বিকালে অটো করে স্বামীর বাড়িতে ফিরছিলেন। এ সময় বাবুর বাজার নামক স্থানে দুটি অটোর মধ্যে ধাক্কা লাগলে আইরিন বেগম পাঁকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান নেবেল জানান, ‘ওই নারী মাথায় আঘাত পেয়ে মুখ, নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’