পাবনার বেড়া উপজেলার শেখপাড়া গ্রামে ছয় বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থা পাবনা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ অভিযুক্ত গোলজার হোসেনকে (৫২) গ্রেফতার করেছে। উত্তেজিত জনতা তার বসতঘর ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
এদিকে, গ্রামবাসী বাদ মাগরিব ধর্ষকের ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে।
জানা যায়, শেখপাড়া গ্রামের গোলজার হোসেন পাশের বাড়ির ছয় বছরের শিশুটিকে ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শিশুটির মা তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ধর্ষণের কথা জানান।
পরে শিশুটির বাবা বেড়া থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত গোলজারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বেড়া থানার অফিসার ইনচার্জ মো: অলিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।