জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করায় দু’জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।
এর আগে, গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার পার-রামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানিয়াপাড়া গ্রামের মরহুম মকজল হোসেনের ছেলে কানকু মিয়া ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া। তারা দু’জন একে অপরের বেয়াই বলে জানা গেছে।
নিহতের স্বজনেরা জানান, রোববার বিকেলে কানকু মিয়া ও কমল মিয়া দু’জনই গ্যাসের ওষুধ ভেবে ভুল করে বাড়িতে রাখা ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়। এবং ওই রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়াও মৃত্যুবরণ করেন।
দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।



