ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: আলাউদ্দিন (৪৫) নামে এক পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার রামধননগর এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জহির আব্বাস জানান, বুধবার দুপুরে রামধননগর গ্রামের একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার সময় সার্ভিস লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মো: আলাউদ্দিন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। প্রায় তিন মাস আগে নোয়াখালী থেকে বদলি হয়ে আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যোগ দেন। এই ঘটনায় তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।